ডাঃ মোঃ মাসুদ রানা ভূইয়া, জন্ম ০১-০১-১৯৭৮ সাল, ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন কড়ইকান্দি গ্রামে। ডাঃ মোঃ মাসুদ রানা ভূইয়া ডি.এইচ.এম.এস ২০০০ সালে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কৃতিত্বের সাথে বাঃ হোঃ বোর্ড থেকে সারা বাংলাদেশে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেন। পরবর্তীতে ২০০৫ সালে ইউনাইটেড নেশন পিস ইউনিভার্সিটি থেকে (ব্যাচেলার অব মেডিসিন বায়োকেমিক সিস্টেম) BMBS, বি.এম.বি.এস ডিগ্রি লাভ করেন।
২০০৯ সালে Central Calcutta Medical & Technology Research Institute থেকে পপুলেশন এন্ড এডুকেশন ট্রেনিং (P.E.T) এবং W.H.O কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত FWT ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রেনিং সম্পন্ন করেন এবং একই ইন্সটিটিউট থেকে ২০১১ সালে DMLT (প্যাথলজি) পাস করেন। পরবর্তীতে তিনি ২০১৮ সালে মাস্টার্স অব পাবলিক হেলথ MPH (এম.পি.এইচ) ডিগ্রি এবং সর্বশেষে International Diploma on Integrative Oncology (DipOnco) ডিগ্রি অর্জন করেন। তিনিই বাংলাদেশে প্রথম যুক্তরাজ্য থেকে ক্যান্সারের উপর এই বিশেষ ডিগ্রি লাভ করেন।
২০১১ সালে তিনি সেমিনার অন ক্যান্সার এন্ড হোমিওপ্যাথি Cancer Institute of Homeopathy কলকাতাতে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। একই সালে বিশ্বের সবচেয়ে বড় ৭৬ টি দেশের সমন্বয়ে গঠিত হোমিওপ্যাথিক আন্তর্জাতিক সংস্থা Liga Medicoram Homeopathica Intenationalis এর সদস্য পদ লাভ করেন। ২০১১ সালে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হসপিটালে মেডিসিন বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ২০১১ সালে 66 World Homeopathic Congress সেমিনারে নিউ দিল্লিতে অংশগ্রহণ করেন। হোমিওপ্যাথি ফর পাবলিক হেলথ এর উপর আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি ২০১৪ সালে মালয়েশিয়াতে Homeopathy & Complimentary Cancer Medicine এর উপর আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেন। ইতিমধ্যে তিনি বাংলাদেশ, কলকাতা, গোয়া, দার্জিলিং, দিলি, মালয়েশিয়া এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারেও হোমিওপ্যাথিক বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ করেন। বিগত ২ নভেম্বর ২০১৯ থাইল্যান্ডের ব্যাংককে 2nd World Congress Homeopathy & Treditional Medicine এর উপর দ্বিতীয় বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মাসুদ রানা ভূইয়া উক্ত সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। উক্ত সম্মেলনে তিনি কেমো ও রেডিওথেরাপি ছাড়া ইলেক্ট্রো বায়োকেমিক সিস্টেমে হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে ক্যান্সার প্রতিরোধ, ক্যান্সার নিরাময় এবং বন্ধাত্বের সমাধানে হোমিও চিকিৎসা সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করেন। উক্ত সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে ৫০০ জন হোমিওপ্যাথিক চিকিৎসক ও গবেষক অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে উপমহাদেশের প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাঃ মোঃ মাসুদ রানা ভূইয়াসহ ২০ জন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক আমন্ত্রিত হন। এদের মধ্যে ডাঃ মাসুদ রানা ভূইয়া অন্যতম, অন্যান্যরা হলেন Dr. Nasha Winters (যুক্তরাষ্ট্র), Steve Olter-ber (যুক্তরাষ্ট্র), Giovanna Silvestri (ইটালী), Carolyn Kwok (চীন), Tandz- Tang (হংকং). Prof. To. Ka. Lun, Aaron (চীন), Torako Yui (জাপান), Mr. Nils Bokstrom (সুইডেন), Dr. Janethy Balakrishnan (মালয়েশিয়া), Keoni Villano Bonamin (ব্রাজিল), Maria Olgu Kokomaczyk (সুইজারল্যান্ড), Marcela Munoz Montoya (কলম্বিয়া), Marion Kellner (জার্মানি), Prof. Dr. Abhijit Chattopadhyay (ভারত), Mr. Joel Abalos (ফিলিপাইন।)
২০১২ সালে তিনি লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত করেন। বিগত প্রায় ১৫ বছর যাবত ক্যান্সার, বন্ধ্যাত্ব এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। উল্লেখ্য যে, তিনি ক্যান্সার এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় সফল চিকিৎসক হিসেবে দেশে এবং বিদেশে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তিনি ২০১৯ সালে ডিসেম্বরে দার্জিলিং এ অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যান্সার সেমিনারে অংশগ্রহণ করেন এবং Cancer Institute of Homepathy Kolkata তাকে উপমহাদেশে ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদানের জন্য হোমিও রত্ন এওয়ার্ড প্রদান করেন। যাহা বাংলাদেশের জন্য ভারতে ডাঃ মোঃ মাসুদ রানা ভূইয়ার ক্যান্সার চিকিৎসায় বিরল সম্মাননা অর্জন। তিনি 08 February 2020 কোচিন-এ 4th International Conference on Integrative Oncology সেমিনারে অংশগ্রহণ করেন, যা বিশ্বের অন্যতম ইনটিগ্রেটিভ ক্যান্সার বিশ্ব সম্মেলন। তিনি Complementary Alternative Medicine (CAM) দ্বারা কেমো ও রেডিও থেরাপি ছাড়া ক্যান্সার এবং বন্ধ্যাত্বের চিকিৎসা করেন। বর্তমানে তিনি ক্যান্সার ও বন্ধ্যাত্বের রোগীদের চিকিৎসার জন্য Integrative Cancer Care Infertility Centre নামে বিশ্বমানের একটি Complementary Alternative Medicine ক্লিনিক গড়ে তোলেন। ফলে বিদেশি রোগীরাও চিকিৎসা নিতে এখন বাংলাদেশে আসছেন।
Specialize in treating cancer and other complex diseases with integrative medicine.
Copyright © Integrative Cancer Care Infertility Centre
Built with care by Pixel Suggest